ক্রীতদাস হয়েও কয়েকশ` দাস দাসীর জীবন বাঁচান এই নারী
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০, ১৫:৪৫
আমেরিকা ও আফ্রিকার মতো উন্নত দেশগুলোতে একসময় দাসপ্রথার চর্চা ছিল ব্যাপক হারে। বিশেষ করে কৃষ্ণাঙ্গদের ক্রীতদাস হিসেবে ব্যবহার করা হত। শুধু যে দাসত্বের অভিশাপ তাই ই নয়, এদের কপালে জুটতো অমানবিক শারীরিক এবং মানসিক অত্যাচার। সেইসঙ্গে বর্ণ বৈষম্য, হাড় ভাঙ্গা খাটুনি, অবহেলা, সন্ত্রাসবাদ ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক বিষয়। তাদের জীবন প্রায় বিষিয়ে গিয়েছিল।
এই দাসদের মধ্যেই একজন ছিলেন হ্যারিয়েট তুবমান। যিনি নিজের সঙ্গকয়েকশ ক্রীতদাসের জীবন বাঁচিয়েছিলেন। সেও এক রোমাঞ্চকর ঘটনা। পরবর্তীতে তিনি হয়েছিলেন ভূগর্ভস্থ রেলপথের প্রদর্শক। কীভাবে তার জীবনের এই পরিবর্তন সেসবই জানাবো আজ। এমনই পৃথিবীর ইতিহাসের কালজয়ী আর দিক পরিবর্তনকারী সাহসী নারীদের কথা জানতে ডেইলি বাংলাদেশের সঙ্গেই থাকুন।